
সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেতাগী উপজেলার পাঁচ শতাধিক ভূমিহীন মানুষ। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের আশ্বাসে পরে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
জানা গেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ শতাধিক ভূমিহীন পরিবার বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চর নিয়ে দীর্ঘদিন ধরে সংকটে রয়েছেন। এ চর নিয়ে বেতাগী ও বামনা উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধের স্থায়ী সমাধান ও নিজেদের চাষাবাদের অধিকার নিশ্চিত করতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নারী ও পুরুষরা জানান, তাদের রেকর্ডীয় জমি বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। পরে নদীর মধ্যে রুহিতার চর জেগে ওঠে। দীর্ঘদিন ধরে তারা ওই চরে চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালে বামনা উপজেলার চরসংলগ্ন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের চাষাবাদে বাধা দেয়। চলতি বছরের মার্চ মাসে প্রশাসনের মাধ্যমে দুই উপজেলার সীমানা নির্ধারণ করা হলেও পুনরায় চাষাবাদ শুরু করলে প্রভাবশালীরা তাদের ধান কেটে নিয়ে যায়।
তারা আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বরং প্রভাবশালীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বাধ্য হয়েই তারা জেলা প্রশাসকের কাছে এসে দাবি জানাতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমিহীনদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধি জেলা প্রশাসকের কক্ষে গিয়ে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ আশ্বাসের পর ভূমিহীনরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন বলেও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে।