
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাগরকন্যা কুয়াকাটায় পালিত হয়েছে ২৭ তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল নীলাজ্ঞনা প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ। সভায় দেড় শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পতিত সরকারের সময় প্রতিবন্ধীদের টাকা লুটেপুটে খেয়েছে। প্রকৃত প্রতিবন্ধীরা ভাতা পায়নি। যারা প্রতিবন্ধী নয় তারা পেয়েছে। যার কারণে তাদের পালিয়ে যেতে হয়েছে। এখন সুষম বণ্টন করা হবে। প্রকৃত প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পাবে।
এসময় বক্তারা আরো বলেন, বিএনপি সরকারের সময় খালেদা জিয়া প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করেছে। আগামীতে বিএনপি সরকারে এলে তারা প্রতিবন্ধীদের অধিকার সু-নিশ্চিত করবে।
এমবি/এমআর