দুমকিতে ছাত্রলীগ নেতার মাথা থেতলে দিল স্বেচ্ছাসেবকদল নেতা!

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ছাত্রলীগ নেতার মাথা থেতলে দিল স্বেচ্ছাসেবকদল নেতা!
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫


দুমকিতে ছাত্রলীগ নেতার মাথা থেতলে দিল স্বেচ্ছাসেবকদল নেতা!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রীগ নেতা রাজিব হাওলাদার (২২) কে ইট দিয়ে মাথা থেতলে ও ইলেক্ট্রিক শক দিয়ে গুরুতর আহত করেছে সেচ্ছাসেবকদলের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক জিএম ওলি ও তার সহযোগীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজারস্থ জমজম রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাজিবকে দুমকি হাসপাতাল হয়ে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিব বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁর ভাতিজাকে সঙ্গে নিয়ে জমজম রেস্টুরেন্টে গ্রীল খেতে যান। ভাতিজাকে অটো থেকে নামিয়ে খাবারের অর্ডার দেওয়ার পর হঠাৎ ওলি ও তার সঙ্গে থাকা আরও চার-পাঁচ জন দোকানের ভেতরে ঢুকে রাজিবকে লক্ষ্য করে ইট দিয়ে মাথায় আঘাত করেন। হামলাকারীরা পরপর বৈদ্যুতিক শট দিয়েও তাকে অচেতন করে ফেলে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেন।
আহত রাজিবের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে। তাঁর বাবা আনোয়ার হোসেন হাওলাদার জানান, ছেলে রাজনীতি করে, কিন্তু কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এমন বর্বরোচিত হামলা হওয়ার কথা নয়।
হামলাকারী জিএম ওলি চাঁদাবাজি ও বিভিন্ন অভিযোগে সেচ্ছাসেবকদল থেকে বহিষ্কৃত বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রামে। অভিযুক্ত জিএম ওলির বলেন, ৫আগস্টের পূর্ববর্তি সময়ে মাদ্রাসা ব্রিজ এলাকায় ক্ষমতীন দলের প্রভাবে সে লোহার রড দিয়ে আমাকে এ্যাসল্ট করেছিল, তাই তাকে দেখে ধাওয়া দিলে দেয়ালে ঠেকে মাথায় আঘাত পেয়েছে।  ইট দিয়ে থেতলানোর অভিযোগ সঠিক নয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় আহতের পক্ষে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ