
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পাখা-দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবে না। জীবনে জিততে পারেনি, আগামীতেও পারবে না।
তিনি এই মন্তব্য করেন শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফেমিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবকদের বেকার ভাতার আওতায় আনা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছেন, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।
সম্মেলনে সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসাঃ রাশিদা বেগম। বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় মহিলা দলের এবং বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভানেত্রী: মোসাঃ রাশিদা বেগম, সাধারণ সম্পাদক: খুকি, সিনিয়র সহ-সভাপতি: শিল্পী বেগম, সহ সাধারণ সম্পাদক: পুশি বেগম, সাংগঠনিক সম্পাদক: খালেদা বেগম।