স্মরণসভায় শহীদ পরিবারে বিএনপির মনোনয়ন দাবি

হোম পেজ » পটুয়াখালী » স্মরণসভায় শহীদ পরিবারে বিএনপির মনোনয়ন দাবি
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫


মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় শহীদ পরিবারের মনোনয়ন দাবি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ শাহজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তার পরিবার থেকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে। শুক্রবার বিকেল ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শাহজাহান খানের সহধর্মিণী ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা শাহজাহান খান। তিনি বলেন, দলের স্বার্থে আমার স্বামী পরিবারকে সময় দেননি। আমার ছেলে শিপলু খান আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। বিএনপি তার মূল্যায়ন করবেন বলে আমার বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চিকনিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শিপলু খান। তিনি জানান, দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করব। তবে আমাকে মনোনয়ন দিলে জনগণকে নিয়ে কাজ করার সুযোগ পাব।

সভায় উপজেলা ও জেলা বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫২ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ