নেছারাবাদে তারেক রহমানের জন্মদিনে ব্যতিক্রমী উন্নয়ন উদ্যোগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে তারেক রহমানের জন্মদিনে ব্যতিক্রমী উন্নয়ন উদ্যোগ
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


 

নেছারাবাদে তারেক রহমানের জন্মদিনে ব্যতিক্রমী উন্নয়ন উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সবার আগে বলদিয়া’ টিম। উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

‘সবার আগে বলদিয়া’ টিমের উদ্যোগে ইতিমধ্যে ৩৭টি পুলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টিমটি ছয়টি পুলের সংস্কার কাজ সম্পন্ন করে জন্মদিনে উৎসর্গ করেছে।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতের নেতৃত্বে গত তিন মাসে ইউনিয়নের বিভিন্ন স্থানে অন্তত ৩৭টিরও বেশি প্রকল্প সম্পন্ন ও চলমান রয়েছে। এসব উদ্যোগের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই, পুরোটাই স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব তহবিলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে ব্যেলও জানিয়েছে ‘সবার আগে বলদিয়া’ টিম।

স্থানীয়দের মতে, ঐক্য, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে বলদিয়া ইউনিয়নে গড়ে উঠেছে উন্নয়নমুখী এক নতুন উদ্দীপনা। সাধারণ মানুষ, যুবসমাজ ও স্থানীয় নেতারা স্বতঃস্ফূর্তভাবে এসব কাজে অংশ নিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসী নিজেদের উদ্যোগে রাস্তা, পুল ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংস্কারের কাজ অব্যাহত রেখেছেন বলেও জানায় টিমটি।

বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, সবার আগে বলদিয়া- এই মূলমন্ত্রে আমরা এগোচ্ছি। সৈকত ভাইয়ের নেতৃত্বে বলদিয়া ইউনিয়ন আজ স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে আমাদের কাজে অনুপ্রাণিত হয়ে পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন সংস্কার কাজে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবেই এসব উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ‘সবার আগে বলদিয়া’ টিমের উদ্যোগে এক দিনে ছয়টি পুলের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। দিনটি তাঁর প্রতি উৎসর্গ করে এসব প্রকল্পের উদ্বোধন ও সংস্কার কাজ সমাপ্তি করা হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, স্বেচ্ছাশ্রমের এই ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতেই বলদিয়া ইউনিয়ন উন্নয়ন ও জনসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১১:২২:০৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ