দুর্নীতিমুক্ত করতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব-শামীম সাঈদী

হোম পেজ » পিরোজপুর » দুর্নীতিমুক্ত করতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব-শামীম সাঈদী
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫


দুর্নীতিমুক্ত করতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব-শামীম সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, এটি সংবিধান নির্ধারিত অধিকার। ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সংখ্যালঘুর মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না, আমরা সবাই বাংলাদেশী। মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা।

তিনি আরও বলেন,“মুসলমান যেমন মসজিদে যায়, তেমনি হিন্দুরাও নির্বিঘ্নে মন্দিরে পূজা করবে এ পরিবেশ নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। বিগত দিনে দুর্নীতির কারণেই দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী সক্ষম একটি সুশাসিত ও শান্তির দেশ গড়তে।”

নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে সুফী সমাবেশ  প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী এসব কথা বলেন। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ্ মোঃ জাকির এর সভাপতিত্বে ও সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুম মুনিরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দ মোহাম্মদ শরীফ আহসান ও এডভোকেট মো খালিদ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান,  মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যান সেক্রেটারি মো গোলাম আযম আছলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিগত দিনে ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দল-মত-নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক দর্শন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে ইউনিয়নের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:০৪ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ