পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫


 

পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের ‘চবির প্রাক্তন স্টুডেন্ট ফোরাম’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

চবির প্রাক্তন শিক্ষার্থী মো. শাহ আলম শেখের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মইনুল আহসান মুন্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মো. রফিকুল ইসলাম, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ হাওলাদার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফজাল হুসেন লাভলু, রাবির প্রাক্তন শিক্ষার্থী শেখ মাসুদুর রহমান, নারী নেত্রী মিনারা বেগম, খালেদা আক্তার হেনা, অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ ও সাংবাদিক মো. নুরউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৫ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ