বাবুগঞ্জে সেই ছাত্রদল নেতা হত্যায় প্রকৃত অপরাধীর শাস্তি চায় বিএনপি

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে সেই ছাত্রদল নেতা হত্যায় প্রকৃত অপরাধীর শাস্তি চায় বিএনপি
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫


 

বাবুগঞ্জে সেই ছাত্রদল নেতা হত্যায় প্রকৃত অপরাধীর শাস্তি চায় বিএনপি

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল) 

বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদল নেতা রবিউল ইসলাম (২৬) হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে বিএনপি। এছাড়া নিরপরাধ কোন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন ও দলের নেতাদের খেয়াল রাখার আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সুপার ফাইভ নেতাদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়। সভায় বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, অপরাধী যে দলের হোক না কেন, সে কেবল অপরাধী হিসেবে গণ্য হবে। আমরা প্রকৃত অপরাধীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা লক্ষ্য করেছি, মামলার বিষয়ে আওয়ামী লীগের এক পক্ষ হস্তক্ষেপ করছে। আমরা চাই সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মামুন হোসেন, দেহের গতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত ও চাঁদপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ