ফলোআপ- বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা: ২১ জনকে আসামি

হোম পেজ » বরিশাল » ফলোআপ- বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা: ২১ জনকে আসামি
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


 

সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় উপলক্ষে ছাত্রদলের মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল হাওলাদার (২৪) ছুরিকাঘাতে নিহত হন। হত্যার ঘটনায় রবিউলের বাবা মিজানুর রহমান ওরফে দুলাল বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আউয়ালসহ ২১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামীরা অতর্কিতভাবে রবিউলের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে রবিউল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। মামলায় দাবি করা হয়েছে, এ হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। বাদী মিজানুর রহমান ওরফে দুলাল সাংবাদিকদের বলেন, এই ঘটনার বিষয়ে আমি কিছু বলতে চাই না। পুলিশের সাথে যোগাযোগ করুন। বাবুগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র সরকার সাগরকন্যাকে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় আগরপুর এনআরবিসি ব্যাংকের সামনে ছাত্রদলের মিষ্টি বিতরণের সময় সংঘর্ষ ঘটে। এই মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় উপলক্ষে। সংঘর্ষের ফলে রবিউল ইসলাম নামে জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছুরিকাঘাতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ