রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


 

রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের খাদ্যনিরাপত্তা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের পুলঘাট বাজারে অবস্থিত কোডেক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি ও জীবিকা সহায়তা (আরএইচএল) প্রকল্পের উদ্যোগে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে ২১০ জন উপকারভোগীর প্রতিজনকে বেগুন, টমেটোসহ চার প্রজাতির ১৩৫টি সবজি চারা, ১২০ গ্রাম শাকের বীজ এবং বাগানের বেষ্টনীর জন্য ৫০ গজ নেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা, উর্ধ্বতন জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান এবং কোডেক আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর ছিদ্দিক।

কর্মসূচির দায়িত্বশীলরা জানান, উপকূলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিজ বাড়িতে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে উৎসাহিত করা, স্বনির্ভরতা বাড়ানো এবং আয়বর্ধনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, কৃষি উপকরণের পাশাপাশি নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের টেকসই জীবিকা গড়ে তুলতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৬ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ