মহিপুরে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫


 

মহিপুরে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার রাতে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় হোটেল মারমেইড প্যালেসের সামনে রায়হানকে গাঁজাসহ ধাওয়া করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে। তার কাছ থেকে জব্দকরা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

অভিযানের সময় দৌড়ে পালানোর চেষ্টা ও ধস্তাধস্তির ঘটনায় রায়হানসহ দুই পুলিশ কনেস্টবল মোস্তাফিজ ও আলী আজিম খান- সামান্য আহত হন। পরে তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মহিপুর ও আশেপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও মহিপুর থানায় মাদক মামলা রয়েছে।

রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫২:২২ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ