
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণ দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিঞা। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার টরকী বন্দরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে আবুল হোসেন মিঞা বলেন, তিনি চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং পুনরায় পূর্ণ উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, বরিশাল-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছেন। আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ ও বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী কালাম এবং সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার প্রমুখ।