বরগুনার পর পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

হোম পেজ » পটুয়াখালী » বরগুনার পর পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫


 

বরগুনার পর পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরানোর চেষ্টা চালায়। তবে এতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে একইভাবে বরগুনা শহরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে, শুক্রবার সকালে পটুয়াখালীর স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। এরপর ঘটনাটি এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করে।

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, শহীদদের প্রতি অবমাননাকর এই কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল (বৃহস্পতিবার) সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলায় আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ অক্ষত রাখতে আমরা বদ্ধপরিকর। প্রশাসনের কাছে দাবি- ভিডিও ফুটেজ দেখে দোষীদের দ্রুত শনাক্ত করতে হবে।

ঘটনার পর স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ঝাউতলার কয়েকজন বাসিন্দা জানান, রাতে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে না। সকালে কালো দাগ দেখে তারা হতবাক হয়ে যান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে বড় কোন ক্ষতি হয়নি, নিচের দিকে কিছু কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের কাজ চলছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ