বরগুনায় ৪১ বছর পর প্রথম নারী জেলা প্রশাসক

হোম পেজ » বরগুনা » বরগুনায় ৪১ বছর পর প্রথম নারী জেলা প্রশাসক
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫


 

বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনা জেলায় ৪১ বছর পর মিজ্ তাছলিমা আক্তারকে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়ন হয়েছে। এর মধ্যে মিজ্ তাছলিমা আক্তার (১৬৬১৮), বিসিএস, বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

স্বাধীনতার পর ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরগুনা মহকুমাকে জেলা ঘোষণা করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই থেকে ৪১ বছরে বরগুনায় কোনো নারী জেলা প্রশাসক নিয়োগ হয়নি। এবার মিজ্ তাছলিমা আক্তারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।

এর আগে ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ দিনের ব্যবধানে আবারও বদল আসে পদটিতে। একই আদেশে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই আদেশ বাতিল করে মিজ তাছলিমা আক্তারকে বরগুনার জেলা প্রশাসক এবং মোহাম্মদ শফিউল আলমকে সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

নবাগত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ১৮ নভেম্বর বরগুনায় যোগদানের সম্ভাবনা রয়েছে। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন জেলা প্রশাসক এলে তিনি দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৫৮ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ