
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৫ উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এ মানববন্ধন হয়। এতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণ, গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ, পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার অঙ্গীকার, ব্যবসাকেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতা এবং ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তরকে অন্যায্য উল্লেখ করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।
অংশগ্রহণকারীরা বলেন, উপকূলবর্তী রাঙ্গাবালী জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল। নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততার বিস্তার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর ও টেকসই উদ্যোগ প্রয়োজন।
তাদের আরও দাবি, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত না হলে উপকূলের মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই আন্তর্জাতিক সহযোগিতা, ক্ষতিপূরণ তহবিল কার্যকর করা ও উপকূলীয় সুরক্ষা অবকাঠামো আধুনিকায়ন জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, উত্তরণের ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল, যুব প্রতিনিধি মো. মিঠু মাহমুদ, কিশোরী গ্রুপের সদস্য মোছা. ভাবনা আখতার এবং ভার্কের প্রকল্প সমন্বয়কারী মোহসীন তালুকদার প্রমুখ।