গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মঞ্চে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে গৌরনদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। গৌরনদী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম।

এছাড়া উপজেলা শিক্ষক সমিতির সাহিত্যবিষয়ক সম্পাদক মো. মাহবুবুল রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা, আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাদাত হোসেন ও গাউসিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৫ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ