আগৈলঝাড়ায় মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অভিভাবক সমাবেশ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অভিভাবক সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ার গৈলা দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, অভিভাবক সমাবেশ ও নবনির্মিত চারতলা ভবনে আগমন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোহাম্মদ রফীকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর ইসলাম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন মনু, হারুন আর রশীদ মোল্লা, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফজলুল হক এবং মাদ্রাসার শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির হাওলাদার, মৌলভী মো. আবুল হোসেন মিয়া ও আব্দুল মান্নান খলিফা।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০০ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ