যুবকের সাথে লুডু খেলার অজুহাতে বোনের ঘরে রাতে ভাঙচুর করল ভাই!

হোম পেজ » পিরোজপুর » যুবকের সাথে লুডু খেলার অজুহাতে বোনের ঘরে রাতে ভাঙচুর করল ভাই!
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


যুবকের সাথে লুডু খেলার অজুহাতে বোনের ঘরে ভাঙচুর করল ভাই!

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামে লুডু খেলার অভিযোগ তুলে সৎ ভাইয়ের হামলায় বোনের ঘরের আসবাবপত্র ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাকারিয়ার সৎবোন বোন তাজেল একা থাকার কারণে তার ঘরে প্রতিবেশী জাহিদ নামের এক যুবককে থাকবার অনুমতি দেন। জাকারিয়া বিষয়টি অপছন্দ করতেন। ভোররাতে জাহিদকে ঘরে দেখে জাকারিয়া ক্ষুব্ধ হয়ে বোনকে গালিগালাজ করে দরজা ভেঙে ঘরে ঢুকে টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

বোন তাজেলের ছেলে আকবর হোসেন অভিযোগ করে বলেন, আমি বাড়িতে থাকি না। মা একা থাকেন, তাই জাহিদ আমাদের বাসায় থাকত। মা ছেলেটিকে ভালো জানতেন, এটাই তার অপরাধ। মামা জাকারিয়া প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত। রাত তিনটার দিকে এসে ঘরের দরজা ভেঙে সবকিছু ভাঙচুর করেছে এবং আলমারি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে। একই অভিযোগ ছিল জাকারিয়ার সৎবোন তাজেলেরও।

জাকারিয়া ঘটনার বিষয়ে বলেন, আমার বোন ঘরে বসে বাইরের ছেলে-মেয়ে নিয়ে লুডু খেলত। অনেকবার নিষেধ করেছি, শোনেনি। বাড়ির ছেলে-মেয়েরা বড় হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে ভেবে রাগে ভাঙচুর করেছি। তবে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সত্য নয়।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:১৪ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ