সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল ও ইয়াবাসহ একজন আটক

হোম পেজ » রাজশাহী » সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল ও ইয়াবাসহ একজন আটক
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল ও ইয়াবাসহ একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানগুলো পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙগলবার দিবাগত রাত ১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ২ কিলোমিটার ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এছাড়া বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোবারকপুর ইউনিয়নের লাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে বিজিবি ১০৭ পিস ভারতীয় ইয়াবাসহ একজন চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তি মো. রুবেল হোসেন (৩৯), শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামের মৃত গাউস উদ্দিনের ছেলে। এ সময় তার ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং রুবেল হোসেনের বিরুদ্ধে ইয়াবা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪২ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ