গণসংযোগ থেকে ফেরার পথে বিএনপির তিন কর্মী ট্রাকের ধাক্কায় নিহত

হোম পেজ » লিড নিউজ » গণসংযোগ থেকে ফেরার পথে বিএনপির তিন কর্মী ট্রাকের ধাক্কায় নিহত
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় গণসংযোগ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।

রামপাল থানার ওসি মোঃ আতিকুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতরা মঙ্গলবার রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

জানা গেছে, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক আটক করতে তৎপরতা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ২২:০১:০১ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ