মির্জাগঞ্জে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


 

মির্জাগঞ্জে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমে চিনাবাদাম, সয়াবিন, মুগ, মুসুর, খেসারি ও ফেলন ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আজ বুধবার (২৯ অক্টোবর) পাঁচ সহাস্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

উপজেলায় মোট ৫,১৬৫ জন কৃষকের মাঝে প্রকারভেদে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, মোঃ আনোয়ার হোসেন সিকদার এবং যুগ্ন-সম্পাদক মোঃ হারুন রশীদ মুন্সী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৬ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ