গৌরনদীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


গৌরনদীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা যুবদলের ২নং বার্থী ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়। উদ্বোধন করেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়দুল আলম খান সেন্টু।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও ক্যাজুয়ালটি ও অবজারভেশন ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।

এ সময়  বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম কাফি, গৌরনদী উপজেলা যুবদল নেতা মো. রাসেল রাজ, উপজেলা যুবদল নেতা মো. রুহুল আমিন সরদার, ২নং বার্থী ইউনিয়ন যুবদল নেতা মো. বাদশা মৃধা, মো. ইলিয়াস ঢালি ও মো. ইমরান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজনে স্থানীয় যুবকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কার্যক্রমে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৭ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ