আগৈলঝাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫



আগৈলঝাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনিরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা (উত্তর) যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার ও সালমান হাসান রিপন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী ও সদস্য সাইফুর রহমান টিটু বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪:৩০:১৫ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ