আমতলীতে যুবলীগ নেতার নেতৃত্বে শিক্ষককে অপহরণ শেষে বর্বর নির্যাতন!

হোম পেজ » লিড নিউজ » আমতলীতে যুবলীগ নেতার নেতৃত্বে শিক্ষককে অপহরণ শেষে বর্বর নির্যাতন!
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


কেবল চোখের নিচেই নয়, শরীরের ভিভিন্ন স্থানে মাধরের ফলে নির্যাতনের ছাপ এভাবেই স্পষ্ট দেখা যায়।

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে ২১ অক্টোবর রাতে অপহরণ করে বর্বরভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, পানি খেতে চাইলে সন্ত্রাসীরা প্রস্রাব খাইয়ে দিয়েছে। এছাড়া তার সোনালী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৮১ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম ২৭ অক্টোবর রাতেই আমতলী থানায় মামলা করেছেন। মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে।

জানা যায়, শিক্ষক রফিকুল ইসলাম ২০১৫ সালে বিদ্যালয়ে যোগদান করেন। ওই সময়ে উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। অস্বীকার করায় তাকে বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। ২১ অক্টোবর রাতে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, নয়া তালুকদার ও সহযোগীরা শিক্ষককে হোস্টেল থেকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে ঘোপখালী এলাকায় কলাবাগানে বেঁধে রাতভর অমানুষিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনের সময় শিক্ষক পানি খেতে চাইলে প্রস্রাব খাইয়ে দেওয়া হয়। এরপর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে পুনরায় নির্যাতন করা হয়। এই ঘটনার পর শিক্ষককে হোস্টেলের বাইরে অজ্ঞান অবস্থায় ফেলে দেওয়া হয়। সন্ত্রাসীরা তার কক্ষ থেকে একটি ল্যাপটপ, মোটর সাইকেল এবং এটিএম কার্ড নিয়ে যায়।

শিক্ষক রফিকুল ইসলাম কান্নাজনিত কণ্ঠে বলেন, চাকরি নেওয়ার পরপরই চাঁদার মুখোমুখি হয়েছি। সন্ত্রাসীরা আমাকে হত্যা হুমকি দিচ্ছে। বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, শিক্ষকের শরীরে চোখ-মুখসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মামলা হয়েছে। মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩১ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ