নেছারাবাদে ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


নেছারাবাদে ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৭ জন ভোটারের মধ্যে ২৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনায় মো. আল-আমিন ১৯১ ভোট পেয়ে প্রথম, মো. শোয়েব বাহাদুর সোহাগ ১৮৫ ভোটে দ্বিতীয়, মো. শহিদুল ইসলাম মিঠু ১৭৪ ভোটে তৃতীয় এবং মো. জাকির হোসেন ১২৩ ভোট পেয়ে চতুর্থ হন।

ভোট চলাকালে এক অভিভাবকের পরিবর্তে তার ভাই ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। জানা যায়, বিদ্যালয়ের ছাত্র মাহিনের পিতা সুমনের পরিবর্তে তার ভাই অলিউল ইসলাম ভোট দেন। অভিযোগের পর প্রিজাইডিং অফিসার তদন্ত করে নিশ্চিত করেন, অলিউল প্রকৃত ভোটার নন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সহযোগিতায় বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে আমরা কাজ করে যাচ্ছি।

নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মহসিন আলম বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা- সব কিছুই সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন একটিমাত্র অভিযোগ উঠেছিল, যা তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৬:২১ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ