আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার দাবি

হোম পেজ » বরগুনা » আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার দাবি
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


 

জালাল উদ্দিন ফকির

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মীরা সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তারা কেন্দ্রীয় নেতাদের সামনে একাধিকবার বিক্ষোভ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিস্কার আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা।

জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি দলীয় কিছু নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করেন। তৃণমুল নেতাকর্মীরা তা মানতে পারেননি। বহিস্কার হওয়ার পরও তিনি দলের কার্যক্রমে সক্রিয় থাকেন। তার ডাকেই হাজার হাজার তৃণমুল নেতাকর্মী অংশ নেন।

তৃণমুল নেতাকর্মীরা বলছেন, জালাল উদ্দিন ফকির দলের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করেন। তার বহিস্কারাদেশ প্রত্যাহার হলে দলীয় কর্মকাণ্ড আরও সক্রিয় হবে।

এ প্রসঙ্গে আমতলী সদর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ আবুল কালাম মাষ্টার বলেন, জালাল ফকির একজন আদর্শবান নেতা। বহিস্কারাদেশ প্রত্যাহার হলে তৃণমুলের কর্মীরা আরও উজ্জীবিত হবে। হলদিয়া ইউনিয়ন আহবায়ক লিমন হাওলাদার বলেন, তিনি নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বহিস্কার করা হয়েছে।গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাওলাদার বলেন, তিনি বসে নেই, সকল নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রক্ষার পাশপাশি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমতলী পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই। আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বলেন, ত্যাগী নেতাকে বাদ দিলে দলের ক্ষতি হয়।আমতলী উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, জালাল উদ্দিন ফকির তৃণমুল নেতাকর্মীদের প্রাণ। তিনি বহু মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন, জেল খেটেছেন, তারপরও দল থেকে দূরে সরে যাননি।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, তিনি পরীক্ষিত নেতা। এমন একজন ত্যাগী নেতা উপজেলা বিএনপির সংগঠন পরিচালনায় অত্যন্ত প্রয়োজনীয়।

বাংলাদেশ সময়: ১৭:২৩:০৫ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ