বরগুনায় শেষ হলো ২০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা

হোম পেজ » বরগুনা » বরগুনায় শেষ হলো ২০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


 

রগুনায় শেষ হলো ২০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ২০ দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শেষ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রম পরিচালনা করেন।

শেষ দিনে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা, লাকুরতলা ও দক্ষিণ মনষাতলী এলাকায় সচেতনতামূলক কার্যক্রম হয়। স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বলেন, ডেঙ্গুতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কিন্তু আগে জানতাম না যে বৃষ্টির পানির মাধ্যমে এই রোগ ছড়ায়। জানলে এত ভোগান্তি হতো না।

লাকুরতলার ক্ষুদ্র ব্যবসায়ী সুলতান গাজী বলেন, আমার পরিবারের তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। তারা এখনো শারীরিকভাবে দুর্বল। পৌর এলাকার শুকলাল ও রফিকুল হাসান জানান, স্বেচ্ছাসেবকদের দেওয়া পরামর্শ মেনে চলব। পানির পাত্র ঢেকে রাখব, আঙ্গিনা পরিষ্কার রাখব এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব। তাদের মতে, আগে এ পরামর্শ জানলে অনেক উপকার হতো।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের বরগুনা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সিপিপি ও রেড ক্রিসেন্টের ৪৪ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন।

বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মশা নিধন, লিফলেট বিতরণ, জমে থাকা পানি পরিষ্কার এবং বাড়িঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৯ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ