টেকসই উন্নয়নের জন্য গনতন্ত্র ও সুশাসন জরুরি..মাসুদ সাঈদী

হোম পেজ » পিরোজপুর » টেকসই উন্নয়নের জন্য গনতন্ত্র ও সুশাসন জরুরি..মাসুদ সাঈদী
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


 

টেকসই উন্নয়নের জন্য গনতন্ত্র ও সুশাসন জরুরি..মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পি‌রোজপুর)

স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে টেকসই গনতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নাজিরপুরের ৩নং দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী আব্দুল কাইয়ুম।

মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য না থাকলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। দুর্নীতি দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। দুর্নীতি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য প্রয়োজন।

মাসুদ সাঈদী বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে এবার সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। জনগন আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সমাজকল্যান সম্পাদক আনিস মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হক ও শ্রীরামকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৭ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ