গৌরনদীতে ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


গৌরনদীতে ইউএনওর সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে এক প্রতারক চক্র। মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে ওই নম্বর থেকে অর্থ চাওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টাকা দাবি নিয়ে সন্দেহ হলে কর্মকর্তারা ইউএনওর ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।

ইউএনও মো. ইব্রাহীম জানান, তার নম্বর ক্লোন করে উপজেলা সমবায় কর্মকর্তার কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে তিনি সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার আহ্বান জানান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ইউএনও বিষয়টি অবহিত করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩১ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ