চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাত; ব্যাংক কর্মকর্তা জেলে

হোম পেজ » বরগুনা » চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাত; ব্যাংক কর্মকর্তা জেলে
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মলয় মন্ডল। ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলী ও পাথরঘাটা এলাকায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মলয় মন্ডলকে (৪৮) জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার এ আদেশ দেন।

মলয় মন্ডল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বেদগ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে অগ্রণী ব্যাংকের পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।

তদন্তে জানা যায়, ২০১৮ ও ২০১৯ সালে ঔষধ ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার তামান্নাকে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা গ্রহণ করেন মলয় মন্ডল। কিন্তু চাকরি দেননি। টাকা ফেরত চাওয়ায় সব কিছুই করনে অস্বীকার। বাদি ৭ এপ্রিল বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরে মামলা করেন।

বাদি তামান্না বলেন, আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। চাকরির প্রলোভনে ১৫ লাখ টাকা নেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি। আমার বাবা টাকা চাইলেও তা ফেরত দেওয়া হয়নি।

অন্য এক প্রার্থী এনামুলকেও পিয়নের চাকরি দেওয়ার প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই মলয় মন্ডলের বিরুদ্ধে। মলয় মন্ডলের আইনজীবী মো: ইমরান হোসেন বলেন, আমার আসামী নির্দোষ। তিনি টাকা নেননি। উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৬ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ