ড. ফয়সাল খান এবি পার্টির মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

হোম পেজ » রাজনীতি » ড. ফয়সাল খান এবি পার্টির মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


ড. ফয়সাল খান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. ফয়সাল খানকে এবি পার্টির দলীয় প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ১০৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে পিরোজপুর-২ আসনে ড. ফয়সাল খানের নাম ঘোষণা হওয়ার পর উপস্থিত নেতাকর্মীরা আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেন।

এ সময় দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

ড. ফয়সাল খানের মনোনয়ন প্রসঙ্গে এক নেতা বলেন, ড. ফয়সাল খানের যোগ্যতা ও নেতৃত্ব আমাদের দলকে শক্তিশালী করবে। পিরোজপুর-২ আসনে এটি নতুন আশা তৈরি করেছে।

ড. ফয়সাল খান নিজেও বলেন, পিরোজপুর-২ আমার শিকড়। সততা ও সৎ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হলে শিক্ষার উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব।

বাংলাদেশ সময়: ১০:২৬:০২ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ