কুয়াকাটায় পল্টন ট্রাজেডি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় পল্টন ট্রাজেডি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় পল্টন ট্রাজেডি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

রাজধানী ঢাকায় সংঘটিত ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণে পটুয়াখালীর কুয়াকাটায় ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর কুয়াকাটা চৌরাস্তায় এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মহিপুর থানা শাখা।

এ সময় বক্তারা বলেন, পল্টন ট্রাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। সেই দিনের ঘটনার সঠিক ইতিহাস ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়।

এছাড়া প্রদর্শিত ডকুমেন্টারিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এর দায় আওয়ামলীগের উপর চাপিয়ে বিচার চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:১২ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ