স্থানীয়দের ক্ষোভ চরমে গৌরনদীতে মহাসড়কের পাশে অবৈধ ময়লা ডাম্পিং

হোম পেজ » লিড নিউজ » স্থানীয়দের ক্ষোভ চরমে গৌরনদীতে মহাসড়কের পাশে অবৈধ ময়লা ডাম্পিং
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


গৌরনদীতে মহাসড়কের পাশে অবৈধ ময়লা ডাম্পিং

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় মহাসড়কের পাশেই অবৈধভাবে ময়লার ভাগার তৈরি হয়েছে। স্থায়ী ডাম্পিং না থাকায় টরকি বন্দরের আশপাশ ও পার্শ্ববর্তী বাসাবাড়ির ময়লা অনেক দিন থেকে সরাসরি মহাসড়কে ফেলা হচ্ছে।

এলাকাবাসী জানান, ময়লার কারণে মহাসড়কের পার্শ্ব দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। দুর্গন্ধে পথচারীরা অসুস্থ হচ্ছেন এবং আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। তারা আরও বলেন, অপরিকল্পিত ময়লা ফেলা বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। ঢাকা-বরিশাগামী ইউনিক পরিবহনের চালক মোঃ শামসুল আলম বলেন, গৌরনদীর সড়কের পাশে যেখানে ময়লা ফেলা হচ্ছে, সেখান থেকে গাড়ী নিয়ে যাবার সময় বাসের প্রতিটি যাত্রী দুর্গন্ধে চরম অস্বস্তিতে ভোগেন। দ্রুতই এর সমাধান হওয়া দরকার। একই বিষয়ে অভিযোগ ছিল ওই সড়কে চলাচলকারী যাত্রীদেরও।

পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম সাগরকন্যাকে বলেন, আমরা বহুবার ময়লা ডাম্পিং স্থাপনের দাবি জানিয়েছি, কিন্তু এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মহাসড়কের পাশেই ময়লা ফেলা অব্যাহত রয়েছে। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এলাকাবাসী জানান, যদি যথাযথ ডাম্পিং ব্যবস্থা না করা হয়, মহাসড়ক ও আশপাশের পরিবেশ স্বাস্থ্যগতভাবে বিপদজনক হয়ে উঠবে। তাঁরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নেবেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারণের দূর্ভোগ লাঘবের জন্য নতুন জায়গায় স্থায়ী ময়লা ডাম্পিং তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই এটি বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৩ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ