সরকারি গরু জবাই করে বিক্রি, জেলের বিরুদ্ধে ব্যবস্থা

হোম পেজ » বরিশাল » সরকারি গরু জবাই করে বিক্রি, জেলের বিরুদ্ধে ব্যবস্থা
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫



সরকারি গরু জবাই করে বিক্রি, জেলের বিরুদ্ধে ব্যবস্থা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য দেওয়া সরকারি গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়ায়। উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের জেলে আব্দুর রব মোল্লা নিজ বাড়ির সামনে বসে গরুটি জবাই ও বিক্রি করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুন আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৯৫ জন জেলের মধ্যে উপজেলা মৎস্য অফিস বকনা বাছুর বিতরণ করে। এর মধ্যে আহুতি বাটরা গ্রামের রহমালী মোল্লার ছেলে এবং মৎস্য অফিসের কার্ডধারী (নং ১০০৬০২০০৭৯০০০২৮৮) জেলে আব্দুর রব মোল্লা একটি বাছুর পান।

সরকারি নির্দেশ অমান্য করে তিনি মৎস্য অফিসকে না জানিয়ে পাঁচ মাস না যেতেই ২৫ অক্টোবর গরুটি পাশের বাড়ির শহিদ মোল্লার কাছে বিক্রি করেন। পরে শহিদ মোল্লা তার বসতবাড়ির সামনে গরুটি জবাই করে মাংস বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমাদের দপ্তর থেকে দেওয়া গরু বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৫ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ