গৌরনদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫


 

গৌরনদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সরকারি গৌরনদী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে তারা অভিযোগ করেন।

গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহসান, কলেজ শাখার সভাপতি তানভীর হাসান তানিম, সহ-সভাপতি আলী আকবর ও রাজীব সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জয় ও আরিফুল ইসলাম সুজন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৬ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ