
মো. আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে
বাংলার প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন সোনা মসজিদ এখন চরম ঝুঁকিতে। প্রতিদিন শত শত ভারী যানবাহন ঐতিহাসিক এই স্থাপনার পাশ দিয়ে চলাচল করছে। এসব গাড়ির তীব্র কম্পনে মসজিদের দেয়াল ও গম্বুজে দেখা দিয়েছে ফাটল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এই অমূল্য ঐতিহ্য ধসে পড়তে পারে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাচীন গৌর নগরীতে অবস্থিত সোনা মসজিদটি ১৫ শতকে ইলিয়াস শাহি আমলে নির্মিত হয়। কালো পাথরে গড়া এই স্থাপনাটি মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করছে। কিন্তু এখন এর গায়ে ধুলো, ক্ষয় ও ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, মসজিদের পাশ দিয়েই প্রতিদিন ভারী ট্রাক, ট্রেইলার ও পাথরবাহী লরি চলাচল করে। এসব যানবাহনের কম্পনে মাটির নিচের স্তর আলগা হয়ে যাচ্ছে, দেয়ালের পাথর খসে পড়ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফাটল মেরামত ও যানবাহন নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, কেবল সতর্কতা নয়- মসজিদের চারপাশে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, তবেই রক্ষা পাবে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি।
স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সোনা মসজিদ শুধু আমাদের এলাকার নয়, এটি বাংলাদেশের গর্ব। এখনই ব্যবস্থা না নিলে আমরা ইতিহাসের এক অমূল্য সম্পদ হারাবো।
ঐতিহ্য রক্ষার এই আহ্বানে সরব স্থানীয় জনগণ। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ ও বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।