পূজা করতে গিয়ে দেখলেন মন্দিরসহ প্রতিমা উধাও!

হোম পেজ » লিড নিউজ » পূজা করতে গিয়ে দেখলেন মন্দিরসহ প্রতিমা উধাও!
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫


 

পরিবারের নিকট সংরক্ষিত থাকা ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সকালে পূজা করতে গিয়ে দেখলেন মন্দিঘরসহ প্রতিমা উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে। সোমবার সকালে পূজার্চনা করতে গিয়ে এমন দৃশ্য দেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়েছে।

গ্রামের বাসিন্দা সরস্বতী দাস জানান, তাঁদের নিজ জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে দীর্ঘদিন ধরে পূজার্চনা করে আসছেন। জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী ও তাঁর সহযোগীরা। তিনি বলেন, রবিবার বিকেলে পূজা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাঁদের ভাড়াটিয়ারা বাধা দেয়। পরে সোমবার সকালে এসে দেখি, মন্দিরের ঘর ও প্রতিমা উধাও।

মন্দির কমিটির সভাপতি অনুপ দাসের অভিযোগ, রবিবার যাঁরা পূজায় বাধা দিয়েছিলেন, তাঁরাই রাতের আঁধারে মন্দির ও প্রতিমা সরিয়ে ফেলেছেন- কেবল জমি দখলের উদ্দেশ্যে।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয় জানতে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:১৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ