কলাপাড়ায় জলবায়ু কর্মদিবস পালন, নদীদূষণ বন্ধে দাবি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জলবায়ু কর্মদিবস পালন, নদীদূষণ বন্ধে দাবি
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


 

কলাপাড়ায় জলবায়ু কর্মদিবস পালন, নদী দূষণ বন্ধে দাবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় আন্ধারমানিক নদীর তীরে এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’, ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয়, উন্নয়নকর্মী সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা আন্ধারমানিকসহ উপকূলের সব নদীতে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধের দাবি জানান। একইসঙ্গে নদীর সীমানা নির্ধারণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ নিশ্চিতে সরকারের পদক্ষেপ চেয়ে আহ্বান জানান।

তাঁরা বলেন, উপকূলীয় কলাপাড়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন সব মেগা প্রকল্প পরিহার করতে হবে, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:০৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ