শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় জলবায়ু কর্মদিবস পালন, নদীদূষণ বন্ধে দাবি
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জলবায়ু কর্মদিবস পালন, নদীদূষণ বন্ধে দাবি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় আন্ধারমানিক নদীর তীরে এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’, ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয়, উন্নয়নকর্মী সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা আন্ধারমানিকসহ উপকূলের সব নদীতে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধের দাবি জানান। একইসঙ্গে নদীর সীমানা নির্ধারণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ নিশ্চিতে সরকারের পদক্ষেপ চেয়ে আহ্বান জানান।
তাঁরা বলেন, উপকূলীয় কলাপাড়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন সব মেগা প্রকল্প পরিহার করতে হবে, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে।
বাংলাদেশ সময়: ১৪:০৯:০৮ ● ৮৬ বার পঠিত
