চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণ

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণ
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৮০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবার ৫ লাখ টাকার করে চেক পেয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাজশাহী বিভাগের বিআরটিএ’র উপপরিচালক পার্কন চৌধুরী, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৬ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ