পটুয়াখালীর মহিপুরে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আহত ২০

হোম পেজ » লাইফস্টাইল » পটুয়াখালীর মহিপুরে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আহত ২০
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


পটুয়াখালীর মহিপুরে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আহত ২০

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরে গাজী আইস প্ল্যান্ট নামে একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিক হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং অনেকে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্যাস ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এর আগেও মহিপুর ও আলীপুর এলাকায় কয়েকটি বরফ কলে এমন দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২:৫১:১৩ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ