গৌরনদীতে আবারও লিবিয়ায় আটক যুবকদের স্বজনদের বিক্ষোভ

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে আবারও লিবিয়ায় আটক যুবকদের স্বজনদের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


 

লিবিয়ার কারাগার থেকে সদ্যমুক্তি পাওয়া তিন যুবক।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

লিবিয়ায় আটক ৬০ জন বাংলাদেশিকে মুক্তির দাবিতে মানবপাচারকারীর বাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা। বৃহস্পতিবারও দ্বিতীয়বারের মতো এ বিক্ষোভ অব্যাহত ছিল।

এর আগে গত ১৮ অক্টোবর প্রথমবারের মতো তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ভূমধ্যসাগরে লিবিয়ান কোস্টগার্ডের হাতে আটক হন বরিশালের গৌরনদীর ৬০ জনসহ ১০৮ বাংলাদেশি যুবক। তারা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

অভিযোগ রয়েছে, ইতালি প্রবাসী মো. জাকির মোল্লা, বগুড়ার মো. সাজু, কুষ্টিয়ার মো. লিটনসহ চার মানবপাচারকারী প্রতিজনের কাছ থেকে ১৫ থেকে ১৮ লাখ টাকা নিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা করেন। এর মধ্যে জাকির, সাজু ও লিটন গৌরনদীর ৬০ জনের দায়িত্বে ছিলেন।

তিনটি স্পিডবোটে করে রওনা হওয়ার পর তাদের আটক করা হয়। এরপর লিবিয়ার এক গুদামে বন্দি রাখা হয়। সেখান থেকে এক তত্ত্বাবধায়কের মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তারা আটক হওয়ার খবর দেন।

পরে স্বজনরা দালালদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দেননি। সম্প্রতি গৌরনদীর খাঞ্জাপুর গ্রামের মেহেদী হাসানসহ তিনজনকে কয়েক লাখ টাকা দিয়ে অন্য দালালের মাধ্যমে ছাড়িয়ে আনা হয়। বিষয়টি জানাজানি হলে বাকি আটক যুবকদের স্বজনরা শনিবার সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে তার মা ও বোনকে আটকে রাখেন।

এ বিষয়ে জাকির মোল্লার হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলে বলেন, রবিবার রাতে গৌরনদীর ২০ জন যুবককে বন্দিশালা থেকে ছাড়িয়ে আমাদের সহযোগীদের হেফাজতে রাখা হয়েছে। বাকিদের মুক্তির চেষ্টা চলছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০২:৪৫ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ