গৌরনদী সোনালী ব্যাংকে পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদী সোনালী ব্যাংকে পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


গৌরনদী সোনালী ব্যাংকে পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সোনালী ব্যাংক পিএলসি, গৌরনদী শাখার আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক ও ব্যাংকের সম্মানিত গ্রাহকরা।

শাখা ব্যবস্থাপক নৃপেন চন্দ্র দে-এর তত্ত্বাবধানে আয়োজনটি হয়ে ওঠে এক উষ্ণ ও আনন্দঘন মিলনমেলা। অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সোনালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি জনগণের আস্থার প্রতীক। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাংকের ভূমিকা প্রশংসনীয়।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং প্রশাসন, ব্যাংক ও জনগণের সম্পর্ককে আরও মজবুত করে তোলে।

অনুষ্ঠান শেষে আপ্যায়নের মাধ্যমে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:১৭ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ