গৌরনদীতে দুই ছিনতাইকারী গণপিটুনির পর পুলিশের হাতে

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে দুই ছিনতাইকারী গণপিটুনির পর পুলিশের হাতে
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


গৌরনদীতে দুই ছিনতাইকারী গণপিটুনির পর পুলিশের হাতে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

বুধবার দুপুরের দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার (ঘোষের হাট) এলাকায় সোনালী ব্যাংকের মেদাকুল শাখার সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর এবং মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের সামাদ খান।

ছিনতাইয়ের শিকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, তিনি সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলার পর এক লাখ টাকা স্বামীর হাতে দিয়ে বাকিটা গুনছিলেন। এ সময় এক ব্যক্তি তার হাত থেকে টাকা ছিনিয়ে দৌড় দেয়। চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দুজনকে জনতা গণপিটুনি দিলে পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৪:১৯ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ