চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক ইমন আলী আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তিন যুবক একই মোটরসাইকেলে ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টে ধাক্কা খায়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পথে মিজানুর মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় শিহাবের মৃত্যু হয়। আহত ইমন আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১:০০:১৫ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ