তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি

হোম পেজ » বরগুনা » তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একদিন পর আজ বুধবার কার্যালয়টির উদ্বোধনের কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত চোরেরা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটারগুলো খুলে নিয়ে যায়। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন।

স্থানীয় দলিল লেখক দুলাল মিয়া বলেন, সকালে এসে দেখি অফিসের সামনে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন ঘটনা রহস্যজনক। আমরা পুলিশকে জানিয়েছি।

তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. ইমরান শেখ জানান, তারা ঘটনাটি থানায় লিখিতভাবে জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৫ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ