গোপালগঞ্জে শ্রমিক দল নেতার দোকানে দুর্ধর্ষ চুরি

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে শ্রমিক দল নেতার দোকানে দুর্ধর্ষ চুরি
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


 

গোপালগঞ্জে শ্রমিক দল নেতার দোকানে দুর্ধর্ষ চুরি

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার বরফা বাজারে শ্রমিক দল নেতার এক ঔষধ ও বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন মোল্লা। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে।

দোকান মালিক জমির উদ্দিন মোল্লা জানান, রাতে দোকান বন্ধ করে প্রায় দুই লাখ টাকার বিকাশ ক্যাশ ড্রয়ারে তালা মেরে তিনি বাসায় যান। সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন ড্রয়ার ভাঙা, টাকা-পয়সা সব উধাও। তাঁর অভিযোগ, কবরস্থানের জমি নিয়ে প্রতিবেশী বোরাক সরদারের ছেলে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত মাহমুদুর রহমান রানা ও মাকসুদুর রহমান রুদ্রের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁদের প্রতিই তাঁর সন্দেহ।

স্থানীয় বাসিন্দা বোরাক মোল্লা বলেন, রাত ১১টার দিকে বাজার থেকে ফেরার পথে তিনি রানা ও রুদ্রকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছেন। তিনি দাবি করেন, রানা এলাকায় একটি দল গঠন করে চুরি-ডাকাতির মতো কাজে জড়িত।

অভিযুক্ত মাহমুদুর রহমান রানা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ১৮ অক্টোবর তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এসময় তাঁর ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় তিনি ১৯ অক্টোবর গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর প্রতিপক্ষ ওই মামলার পাল্টা হিসেবে তাঁকে ফাঁসাতে মিথ্যা চুরির নাটক সাজিয়েছে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমেনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৬ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ