প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষোভ, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ

হোম পেজ » বরিশাল » প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষোভ, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষোভ, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া

সিঙ্গাপুর প্রবাসী কামরুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার। তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা সংবাদ প্রচার করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ১২ অক্টোবর বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের কলাবাড়ি এলাকায় সাগর হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে কামরুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত কামরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরপর ১৭ অক্টোবর লাভলু মিয়ার ছেলে সিহাব ইসলাম আস্কর নতুনহাট ব্রিজে সাগর হাওলাদারকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তার ওপরও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে প্রবাসী কামরুল ইসলামের ভাই লাভলু মিয়া ১৯ অক্টোবর রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, সাগর হাওলাদার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. বাবুল মিয়া, মো. সত্তার মিয়া, মাসুদ হাওলাদার, লোকমান মিয়া, লিটু মিয়াসহ

বাংলাদেশ সময়: ৯:৫৭:৩১ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ