
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ছোনখোলা ও তারিকাটা এলাকার সাধারণ মানুষের আয়োজনে নয়াকাটা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন দীর্ঘ ১৭ বছর ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের জমি দখল ও হয়রানি করে আসছেন। তিনি স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি সংক্রান্ত ৩০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী হারুন মৃধা বলেন, আমাদের ৫ একর পৈত্রিক জমি ভুয়া দলিল দেখিয়ে আত্মসাৎ করতে চায় আনোয়ার উকিল। তার মিথ্যা মামলায় কোর্টে দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি। আমি ন্যায়বিচার চাই।
আরেক ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বলেন, আমরা গরিব মানুষ। কোর্ট-কাচারিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তবু ন্যায়বিচার পাই না। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।
অভিযোগ সূত্রে জানা যায়, বৌলতলী মৌজার প্রায় ৫ একর জমি মোকলেছুর রহমানের ওয়ারিশদের এবং হরেন্দপুর মৌজার আরও ৫ একর জমি ইউসুফ মুন্সী পরিবারের নামে বৈধভাবে রয়েছে। কিন্তু আনোয়ার হোসেন এসব খতিয়ান ও রেকর্ড জালিয়াতি করে নিজের নামে রেকর্ড করার চেষ্টা করছেন। বর্তমানে এসব মামলা আদালতে বিচারাধীন।
স্থানীয়রা জানান, আনোয়ারের বিরুদ্ধে কথা বলায় অন্তত ৩০ জনকে মিথ্যা মামলায় জড়িয়েছেন তিনি। সম্প্রতি নিজের ঘেরের মাছ ধরার অভিযোগে স্থানীয়দের নামে ৩০ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমাকে হত্যাচেষ্টার মামলার আসামিরাই এই মানববন্ধন করেছে। তারা সব মিথ্যা বলছে। বরং তারাই আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।
মানববন্ধনে বক্তারা ভূমিদস্যু আনোয়ার হোসেনের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এমবি/এমআর